ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথে যুক্ত হচ্ছে জোড়া ট্রেন

ঢাকা-নেত্রকোনা-মোহনগঞ্জ-ঢাকা রেলপথে একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক থেকে দেড় মাসের মধ্যে এই ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে নেত্রকোনা জেলাবাসীর। নেত্রকোনা জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন ট্রেনের খবরে নেত্রকোনাবাসী কৃতজ্ঞতা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়সহ সংশ্লিষ্ট সকল সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং যাঁরা কাজটিকে সফল করতে অবদান রেখেছেন।
এছাড়াও নেত্রকোনাবাসী বিশেষভাবে স্মরণ করছে নেত্রকোনার কৃতি সন্তান প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব)মো.সাজ্জাদুল হাসানকে, যিনি এটি সফল করতে বিশেষ ভূমিকা রেখেছেন ।
গত বছরের নভেম্বর ও এ বছরের প্রধানমন্ত্রীর একান্ত সচিব -১ মো.সাজ্জাদুল হাসান নেত্রকোনা জেলা সফর করে জেলার উন্নয়ন কর্মকান্ড নিয়ে জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেত্রকোনার সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ওয়ারেসাত হোসেন বেলাল এমপি (বীর প্রতীক)সহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরকারী কর্মকর্তাগণের উপস্থিতিতে এলাকার জনগণের পক্ষ হতে ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রেলপথে আর একটি নতুন ট্রেন সংযোজনের দাবি জানান।
ঢাকায় ফিরে তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ শুরু করে নতুন একটি ট্রেনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর অনুরোধে রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন গত মে মাসে ঢাকা থেকে হাওর অঞ্চলের শেষ স্টেশন মোহনগঞ্জ পর্যন্ত রেলযোগে পরিদর্শন করেন। এ সময় মোহনগঞ্জ-খালিয়াজুড়ী এবং মদন থেকে নির্বাচিত সংসদ সদস্য রেবেকা মমিন, এলাকার জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ মোহনগঞ্জে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে এই রেলপথে একজোড়া এক্সপ্রেস ট্রেন সংযোজনের প্রয়োজনীয়তা অনুধাবন করে মহাপরিচালক বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে নেন। এরই ধারাবাহিকতায় রেলপথ মন্ত্রণালয় ঢাকা-মোহনগঞ্জ-ঢাকা রুটে নতুন একজোড়া আন্তঃনগর ট্রেন পরিচালনার প্রস্তাব পেশ করে। প্রধানমন্ত্রী রেলপথ মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন করেন।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) মো.সাজ্জাদুল হাসান জানান, ‘জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কোনো আবদারই অপূর্ণ রাখেন না। নেত্রকোনাবাসীর দাবীর প্রেক্ষিতে তিনি এ ট্রেন দুটির ব্যবস্থা করেছেন।