বজ্রপাতে দুই জেলায় ৮ জন নিহত

চাঁপাইনবাবগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতে শিশুসহ আটজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ও সন্ধ্যায় ওই দুই জেলায় বজ্রপাতের ঘটনা ঘটে।
সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জে ঘটা বজ্রপাতে পাঁচজন ও সুনামগঞ্জে তিনজন মারা যায়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে একজন ও সুনামগঞ্জে দুই শিশু নিহত হয়েছে।
শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বজ্রপাতে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার জমিনপুর ও দুর্লভপুর এলাকায় এ বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানায়, ইফতারের ঠিক আগে বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু আছে বলে তারা জানিয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী জানান, বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেওয়ান গিয়াস চৌধুরী, সুনামগঞ্জ
সুনামগঞ্জে পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। সকালে সদর উপজেলার শাখাইতি উমেদশ্রী গ্রামে দুই শিশু এবং বিকেলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসামপুরে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ও দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বজ্রপাতে ওই তিনজন নিহত হওয়ার কথাটি জানিয়েছেন।
বজ্রপাতে নিহত হয়েছে, সদর উপজেলার কাঠইর ইউনিয়নের শাখাইতি গ্রামের ফখরুল (১৩), গৌরারং ইউনিয়নের উদেমশ্রী গ্রামের খায়রুননেছা (১৪) এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আসামপুর গ্রামের খালিক মিয়া (৬৫)। আহত হয়েছেন উমেদশ্রী গ্রামের আবিদ আলী।
স্থানীয় বাসিন্দারা জানায়, বৃহস্পতিবার সকালে গ্রামের অন্য শিশুদের সাথে শাখাইতি গ্রামের পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে যায় ফখরুল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই ফখরুল মারা যায়। খবর পেয়ে তার স্বজনরা ফখরুলের লাশ উদ্ধার করে। পরে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
উমেদশ্রী গ্রামের বাসিন্দা মনজুর মোর্শেদ জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঘরের বারান্দায় বসা ছিল খায়রুন নেছা। এ সময় আকস্মিক বজ্রপাতে সে লুটিয়ে পড়ে এবং তার পরনের পোশাকে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘর থেকে বের হয়ে আগুন নিভানোর চেষ্টা করলে আবিদ আলীও আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উমেদশ্রী গ্রামের পার্শ্ববর্তী বেরাজালি গ্রামের বাসিন্দা শাহনুর আলম জানান, বেলা ২টায় জানাজা শেষে খায়রুন নেছার দাফন সম্পন্ন হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জের জয়কলস ইউনিয়নের আসামপুর গ্রামের খালিক মিয়া গ্রামের পাশের হাওরে বৃহস্পতিবার দুপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতের ঘটনায় আহত হন। আহত খালিক মিয়াকে বিকেলে সুনামগঞ্জ সদর হাসপাতালে আনার সময় মারা যান।