নেত্রকোনায় চেম্বার অব কমার্সের ইফতার

নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মোক্তারপাড়া কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার আয়োজিত এ ইফতার মাহফিলের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আশরাফ আলী খান খসরু, জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আশরাফ উদ্দিন খান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আবদুর রহিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল মতিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, পাবলিক প্রসিকিউটর জি এম খান পাঠান বিমল, নেত্রকোনা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ।
এ ছাড়া জেলা শহরের গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও ব্যবসায়ীরা ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেন।