পুলিশের অভিযান, বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় আটকের পর নিজাম উদ্দিন (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার জুগলি ইউনিয়নের রান্ধুনীকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্যমতে, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জুয়া খেলার খবর শুনে পুলিশ ওই গ্রামের একটি খোলা মাঠে অভিযান চালায়। এ সময় নিজাম উদ্দিনসহ সাতজনকে আটক করা হয়। কিন্তু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে নিজাম উদ্দিনকে চিকিৎসার জন্য তাঁর ছেলে সাইফুল ইসলাম ও চাচাতো ভাই গোলাম মোস্তফাসহ স্থানীয় আত্মীয়স্বজনের জিম্মায় রেখে যায় পুলিশ। এর আধা ঘণ্টা পরই মারা যান নিজাম। অন্যদের থানায় আনা হয়।
আজ সোমবার সন্ধ্যায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ‘অভিযানের সময় নিজাম উদ্দিনের স্বজনরা তাঁর সঙ্গেই ছিলেন।’
নিজাম উদ্দিনের চাচাতো ভাই গোলাম মোস্তাফা বলেন, ‘পুলিশ আটকের পর থানায় নিয়ে যাওয়ার আগে যখন আমাদের কাছে নিয়ে আসে। তখন তিনি আমাকে অসুস্থ লাগছে বলে জানান এবং মাথায় পানি দিতে বলেন। পুলিশ তাঁকে আমাদের জিম্মায় রেখে অন্যদের নিয়ে চলে যায়। পুলিশ যাওয়ার কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়।’
আটক ছয়জন হলেন মো. আমজাদ আলী (৩৭), মেহেদী হাসান (৩০), মোস্তাক আলী (৩০), আবদুর রশিদ (৫৫), আবদুল মালেক (৬৫) ও রফিজুল ইসলাম। আজ বিকেলে ভ্রাম্যমাণ আদালতের সামনে তাদের হাজির করা হয়। আদালতের বিচারক আটক ব্যক্তিদের পাঁচজনকে ১৫ দিন এবং একজনকে সাতদিনের কারাদণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিহাব উদ্দিন আহম্মেদ। পরে কারাদণ্ডাদেশ পাওয়া ব্যক্তিদের জেল-হাজতে পাঠানো হয়।
সকালে ময়মনসিংহের গৌরীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আখতারুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে নিজাম উদ্দিনের পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান।