মাছ ধরা নিয়ে সংঘর্ষে দুজন নিহত, আহত ১৭

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নে আন্ধারিয়াপাড়া গ্রামের খালে মাছ ধরাকে কেন্দ্র করে দুটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন নারীসহ ১৭ জন।
আজ শুক্রবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন আমসর আলী (৪০) ও তাঁর চাচাতো ভাই আবদুল হামিদ (৫০)।
সংঘর্ষে আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে মজনু, রুস্তম ও মোজাফফর নামের তিনজনের পরিচয় পাওয়া গেছে। হাসপাতালেই তাঁদের আটক করা হয়েছে।urgentPhoto
সংঘর্ষে একটি পক্ষের হামলার স্বীকার বলে দাবি করা কসুমুদ্দিন বলেন, আন্ধারিয়াপাড়ার সরকারি জমিতে বড় খালে এলাকার সবাই মাছ ধরে আসছে। সম্প্রতি খালে একটি বাঁধ দেয় রুস্তম আলী। তিনি (কসিমুদ্দিন) মাছ ধরার জন্য বাঁধটি অপসারণে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেন।
এতে ক্ষুব্ধ হয়ে রুস্তম আলীর লোকজন আজ সকাল সাড়ে ৮টার দিকে দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর (কসুমুদ্দিন) লোকজনের ওপর হামলা করে। আত্মরক্ষার্থে পাল্টা হামলা চালায় কসিমুদ্দিনের লোকজন। এতে আহত হয় তিন নারীসহ ১৯ জন।
আহত ব্যক্তিদের সকাল সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব প্রাথমিকভাবে এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিস্তারিত পরে জানাতে পারব।’