লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

লক্ষ্মীপুরে এক সড়ক দুর্ঘটনায় দুই অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের দত্তপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর জানান, গতকাল সন্ধ্যায় চাটখিল থেকে লক্ষ্মীপুরগামী একটি সিএনজি অটোরিকশা লক্ষ্মীপুর সদর উপজেলার আলাদাতপুর আইডিয়াল স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশার দুই যাত্রী জহিরুল ইসলাম ও রামেশ্বর গুরুতর আহত হন। প্রথমে তাঁদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান তাঁরা।
নিহত জহিরুল ইসলাম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বাসিন্দা। তবে অপর নিহত রামেশ্বরের ঠিকানা জানা যায়নি।
ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজি অটোরিকশাটি আটক করেছে পুলিশ। তবে ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।