ময়মনসিংহে অভিযানের পঞ্চম দিনে আটক ১১০

ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১১০ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
এদের মধ্যে দুজন জেএমবি সদস্য বলে দাবি পুলিশের। ওই দুজন হলেন মারুফ মো ইছাহাক ও গরীবুল্লাহ আকন্দ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ গতকাল দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে হালুয়াঘাট উপজেলার রুস্তমপুর গ্রামের মো. ইছাহাককে আটক করা হয়েছে। তাঁকে জেএমবি সদস্য সন্দেহে জেলা সদর থেকে আটক করা হয়েছে।
ইসহাকের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলেও জানান ওসি।
অন্যদিকে মুক্তাগাছা থানার ওসি আবু মো. ফজলুল করিম জানান, গতকাল দিবাগত রাত ১টার দিকে মুক্তাগাছার বিন্নাকুড়ি গ্রাম থেকে গরীবুল্লাহ আকন্দ নামে একজনকে জেএমবি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা, ডাকাতি, জরুরি বিধিমালা, বিস্ফোরক দ্রব্য আইনে চারটি মামলা রয়েছে।
সারা দেশে পরিচালিত সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ময়মনসিংহেও এ অভিযান পরিচালিত হচ্ছে। গত ১২ ঘণ্টায় ময়মনসিংহ জেলা থেকে আটক ১১০ জনের মধ্যে বাকি ১০৮ জন বিভিন্ন মামলার আসামি বলে জানান সংশ্লিষ্টরা।