রমজানে নেত্রকোনায় প্রশাসনের বাজার মনিটরিং

পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং শুরু হয়েছে। ছবি : এনটিভি
পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং শুরু হয়েছে। গতকাল শুক্রবার থেকে এ মনিটরিং শুরু হয়।
জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের নেতৃত্বে মনিটরিং কমিটি জেলা শহরের মেছুয়া বাজার, পৌর সুপার মার্কেটের কাঁচাবাজার, বিভিন্ন মিষ্টির দোকান এবং ইফতারসামগ্রীর দোকান পরিদর্শন করেন। কর্মকর্তারা কৃত্রিমভাবে যাতে দ্রব্যমূল্য না বাড়ানো হয়, সে জন্য বিক্রেতাদের কঠোর নির্দেশ দেন।
এ সময় বাজারে চিনি ও ছোলার দাম বেশি বলে ক্রেতারা মনিটরিং কমিটিকে অবহিত করেন।
বাজার মনিটরিংকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. আব্দুর রহিম, সহকারী পুলিশ সুপার মামুন চিশতী, নেত্রকোনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুল ওয়াহেদ, প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খানসহ বাজার মনিটরিং কমিটির সদস্যরা।