বরিশালে ছাত্রলীগ নেতা রেজা হত্যার আসামি গ্রেপ্তার

বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সাবেক ছাত্র ও ছাত্রলীগ নেতা রেজাউল করিম রেজা হত্যা মামলার অন্যতম আসামি জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে ঢাকার বাড্ডা থেকে তাঁকে গ্রেপ্তার করে আজ শনিবার বরিশালে নিয়ে আসে বরিশালের কোতোয়ালি মডেল থানার পুলিশ।
পরে বেলা ১টার দিকে রেজাউলকে নিয়ে অভিযানে বের হয়ে বরিশাল সরকারি পলিটেকনিক কলেজের সামনে মামলার অপর আসামি মেহেদী হাসানের বাসভবনের পেছনের ডোবা থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান। তিনি জানান, আটক জাহিদ হত্যা মামলার ২ নম্বর আসামি। পাশাপাশি তিনি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেনের অনুসারী হয়ে ছাত্রলীগের রাজনীতি করতেন বলে পুলিশকে জানিয়েছে।