ময়মনসিংহে জেএমবি সদস্য সন্দেহে যুবক গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে টুয়েল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে টুয়েলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার টুয়েলের বাড়ি উপজেলার রাধাকানাই বাজার এলাকায়। তাঁর বাবার নাম আবুল কাশেম।
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব বলেন, টুয়েলের নামে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা ও ফুলবাড়ীয়া থানা এলাকায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা আছে।