চলে গেলেন সাংবাদিক ফজলুল কাদের তালুকদার

চলে গেলেন বিশিষ্ট সংবাদকর্মী নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃতী সন্তান সাংবাদিক ফজলুল কাদের তালুকদার। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
বৃহস্পতিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হলে বিশিষ্ট এই সাংবাদিককে তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
শেষ বিদায় নেওয়ার আগে ৬৫টি বছর অতিক্রম করে সাংবাদিক ফজলুল কাদের স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে, সাংবাদিক সহকর্মী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
ফজলুল কাদেরের ছেলে জাকারিয়া হাবিব তালুকদার জানান, শুক্রবার বেলা ৩টার দিকে গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরে তাঁকে সমাহিত করা হয়।
সাংবাদিক ফজলুল কাদের তালুকদার ঢাকায় দৈনিক ইত্তেফাক ও মানবজমিনে কাজ করেছেন। পরে শারীরিক অসুস্থতার কারণে তিনি ২০০২ সালে গ্রামের বাড়ি আটপাড়ার ফুলবাড়িয়ায় চলে আসেন। এখানে আসার পর আটপাড়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়কেরও দায়িত্ব পালন করেন তিনি।
ফজলুল কাদের তালুকদারের মৃত্যুতে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নেত্রকোনা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের সম্পাদক এম মোখলেছুর রহমান খান, জেলা প্রেসক্লাবের তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক ভজন দাস, আটপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান সোহাগ বিবৃতিতে শোক জানিয়েছেন। সাংবাদিক নেতারা শোকসমপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।