মাদক সেবন করার দায়ে ময়মনসিংহে আটজনের দণ্ড

ময়মনসিংহে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করার সময় আট মাদকসেবীকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এদের আটক করে ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটক ব্যক্তিদের দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মুহাম্মাদ হুমায়ুন কবীরের আদালতে হাজির করা হয়। আদালত আটজনকেই অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শহীদুল ইসলাম জানান এদের মধ্যে রাকিক হাসান বিপ্লব ও জুলহাস মিয়াকে দুই মাস, মামুন রহমানকে সাতদিন, শিপু ও জাহিদুল ইসলামকে ১০ দিন, শরীফকে ১৫ দিন কারাদণ্ড এবং সোহেল ও আরিফকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এদের প্রত্যেককে গাঁজা, হেরোইন ইয়াবা সেবন করার সময় হাতেনাতে ধরা হয় বলেও জানান তিনি।