অটিজম সচেতনতায় নেত্রকোনায় সভা অনুষ্ঠিত

নেত্রকোনায় নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধিতাবিষয়ক সচেতনতা সভা ও ক্রীড়া আনন্দ উৎসব।
আজ মঙ্গলবার দুপুরে ‘সুইড বাংলাদেশ’ নেত্রকোনা শাখার উদ্যোগে পৌর শহরের চন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা ও ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সুইড বাংলাদেশ জেলা শাখার সভাপতি কামরুন্নেছা আশরাফ দিনা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক (ডিসি) ড.মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুইড বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাংবাদিক শ্যামলেন্দু পাল,জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী,অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক শংকর সেন প্রমুখ।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, একক সংগীত, দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন এবং খেলায় অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।