উপজেলা হবে প্রশাসনের প্রধান কেন্দ্রবিন্দু : এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, উপজেলাকে শক্তিশালী করতে প্রয়োজনে আইনের সংশোধন করা হবে। উপজেলা হবে প্রশাসনের প্রধান কেন্দ্রবিন্দু।
আজ রোববার বিকেলে ফরিদপুরের অম্বিকা হলে এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বাস্তবায়নাধীন ফরিদপুর বিভাগের পাঁচটি জেলার উপজেলা পরিষদের চেয়ারম্যানদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগের জনভিত্তি আছে বলেই এমপিদের বেড়াজালের মধ্যেও উপজেলা চালু করেছে সরকার। তিনি বলেন, উপজেলা পর্যায়ের সব বিভাগকে উপজেলা চেয়ারম্যানদের অধীনস্ত করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুসহ ভারত উপমহাদেশের অনেক কীর্তিমানের জন্ম এই ফরিদপুর জেলায়। আমরা ফরিদপুরকে গুরুত্বপূর্ণ করে তুলতে কাজ করছি।’
সভায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে গোপালগঞ্জ সদরের উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়ার গোলাম মোস্তফা, কাশিয়ানীর জানে আলম বিরু, মুকসুদপুরের আশরাফুল আলম শিমুল, ফরিদপুরের নগরকান্দা উপজেলার চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান, বোয়ালমারীর মোশাররফ হোসেন মুশা, আলফাডাঙ্গার মো. জালাল উদ্দিনসহ বৃহত্তর ফরিদপুরের ২৩ জন উপজেলা চেয়ারম্যান অংশ নেন।
ওই সভায় প্রস্তাবিত ফরিদপুর বিভাগ দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় উপজেলা চেয়ারম্যানদের পক্ষ থেকে।