নেত্রকোনায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নেত্রকোনায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ শুক্রবার সাংবাদিকদের জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জেলা প্রশাসক জানান, নেত্রকোনার নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলে ব্যক্তিরা, সুশীলসমাজ, গণ্যমান্য ব্যক্তি, কবি, সাহিত্যিক, সাংবাদিক, আইনজীবী এবং ঢাকাস্থ নেত্রকোনা সমিতি, সর্বোপরি সর্বস্তরের জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ (অতিরিক্ত সচিব) সাজ্জাদুল হাসানের আন্তরিক প্রচেষ্টায় জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছেন। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্থান নির্ধারণ করার পর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের অবকাঠামো নির্মাণের কার্যক্রম শুরু হবে।
কিছুদিন আগে নেত্রকোনার রাজুরবাজার এলাকায় পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য জায়গা প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।
জেলা প্রশাসক আরো জানান, বিভিন্ন সময় জেলা প্রশাসনের উদ্যোগে নেত্রকোনা জেলার উন্নয়ন সভায়, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা এবং মানববন্ধন, সভা-সমাবেশের মাধ্যমে নেত্রকোনার সর্বস্তরের জনগণের দাবি ওঠে আধুনিক স্টেডিয়াম নির্মাণ, ঢাকা-নেত্রকোনা আন্তনগর ট্রেন চালু করা, নেত্রকোনার উন্নয়নে প্রত্যাশিত বাইপাস সড়ক নির্মাণ, মগড়া নদী ড্রেজিং, প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন। এরই মধ্যে নেত্রকোনা জেলা শহরে আধুনিক স্টেডিয়াম নির্মাণকাজ শুরু ও ঢাকা-নেত্রকোনা আন্তনগর ট্রেন চালু করা হয়েছে।