নেত্রকোনায় আ.লীগের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর

নেত্রকোনায় আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর উপজেলা সদরের রৌহা ইউনিয়নের ত্রিমোহনী বাজার ও কুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও দলীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২টা পর্যন্ত নির্বাচনী প্রচার শেষে নৌকা প্রার্থীর সমর্থকরা স্থানীয় কার্যালয় থেকে যাঁর যাঁর বাড়ি ফিরে যান। আজ বৃহস্পতিবার সকালে ত্রিমোহনী বাজার ও কুনিয়া এলাকায় নৌকার নির্বাচনী কার্যালয়ের ভেতর ও বাইরে চেয়ার-টেবিল ভাঙা দেখতে পান কর্মী-সমর্থকরা। এ ছাড়া কার্যালয়ের ভেতরে-বাইরে ব্যানার ও পোস্টার ছেঁড়া দেখতে পান তাঁরা।
পরে পুলিশ ও জেলা আওয়ামী লীগের নেতাদের বিষয়টি জানানো হয়। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান খান বলেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ সময় দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’