নেত্রকোনায় পুলিশের ওপর হামলা, আহত ৭

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশের সাত সদস্য আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় জড়িত সন্দেহে বিএনপির ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
হামলায় আহতরা হচ্ছেন কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) কাদের, সানোয়ার ও খায়ের, সহকারী উপপরিদর্শক (এএসআই) উত্তম, কনস্টেবল রাফি উদ্দিন, মোজাম্মেল ও কবীর।
আটক নেতাকর্মীদের মধ্যে কেন্দুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান ও জেলা বিএনপির সাবেক সদস্য মাহমুদুর রহমান সম্বল রয়েছেন বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভি রঞ্জন দেব।
ওসি জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দুয়া উপজেলা বিএনপি তাদের কার্যালয়ে সমাবেশ করার কথা ছিল। সেখানে নিরাপত্তা বিধানে বেশ কয়েকজন পুলিশ দায়িত্ব পালন করছিলেন। উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম হিলালীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হওয়ার পর সমাবেশের বদলে লাঠিসোঁটা নিয়ে মিছিল শুরু করে তারা। এ সময় দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে নিষেধ করলে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে সাত পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে লাঠিপেটা করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ মিছিল থেকে বিএনপির ১০ নেতা-কর্মীকে আটক করেছে।
নেত্রকোনার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মামুন খান চিশতী জানান, আহত পুলিশ সদস্যদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সরকারি কাজে বাধাদান, পুলিশের ওপর হামলার অভিযোগ এনে তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে বলেও জানান তিনি।
হামলার ব্যাপারে কেন্দুয়া উপজেলা বিএনপির কারো বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান দুদুর মাধ্যমে কেন্দুয়ার ঘটনাটি শুনেছি। তবে কেন্দুয়া থানা বিএনপির সভাপতি বা সম্পাদক তাঁরা কেউ আমাকে বিষয়টি জানাননি। এ ব্যাপারে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না।’