নেত্রকোনায় নির্বাচনী সহিংসতায় আহত ৬

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় দুই সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার কাকৈরগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতরা হচ্ছেন উপজেলার পূর্ববিলাসপুর গ্রামের জসিম মিয়া (২৪), আজিম উদ্দিন (২৮), হাবিব মিয়া (৪৫), রতন মিয়া, আব্দুস সাত্তার ও মো. কামাল মিয়া। এদের মধ্যে জসিম মিয়া, আজিম উদ্দিন ও হাবিব মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, কাকৈরগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছিল। হঠাৎ বেলা ৩টার দিকে সদস্য পদপ্রার্থী আলকাস মিয়া এবং মো. জামাল উদ্দিনের সমর্থকরা কথা কাটাকাটির পর দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক জানান, ভোটকেন্দ্রের বাইরে এই দুই প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়। এতে ভোটগ্রহণে কোনো সমস্যা হয়নি।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক জানান, স্থানীয়রা আহত ছয়জনকে নিয়ে এলে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রতন মিয়া নামের একজনকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।