লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) উদ্যোগে উপকূলীয় অঞ্চলের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি দেওয়া হয়েছে। আজ শুক্রবার বিকেলে শহরের ডিবি রোডের কোডেক জোনাল অফিসে এ বৃত্তি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২৪ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ টাকা এবং সনদ দেওয়া হয়েছে। এতে পিএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২১ জন শিক্ষার্থীকে এক হাজার ৫০০ টাকা এবং জেএসসিতে তিন শিক্ষার্থীকে দুই হাজার টাকা করে দেওয়া হয়।
কোডেকের সহকারী পরিচালক মোহাম্মদ আলী ছিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাঈন উদ্দিন পাটওয়ারী। এ সময় আর উপস্থিত ছিলেন কোডেকের জ্যেষ্ঠ নির্বাহী ইশতেহারুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ আলাউদ্দিন, কাজী আল মামুন, সাইদুল ইসলাম প্রমুখ।