জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শহীদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত সাতজন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে জেলার বারহাট্টা উপজেলার ছোটকইলাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন জহুরা খাতুন, জহিরুল ইসলাম, রশিদ মিয়া ও সাইদুল ইসলাম। তাঁদের বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে জহুরার পরিচয় জানা গেছে। তিনি নিহত শহীদ মিয়ার স্ত্রী। আহত অন্যদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান স্থানীয়দের বরাত দিয়ে জানান, গ্রামের ছন্দু মিয়া ওরফে চন্দনের সঙ্গে আগে থেকেই জমি নিয়ে বিরোধ চলে আসছিল শহীদ মিয়ার। সকালে এ জমিতে শহীদ মিয়া ও তাঁর লোকজন ঘর নির্মাণ করছিলেন। এ সময় চন্দনের লোকজন দেশি অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
ওসি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
এ ছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।