নজরুল সবকিছুর ঊর্ধ্বে মানুষকে স্থান দিয়েছিলেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী নজরুল জয়ন্তীর অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ বুধবার বিকেলে নজরুল জয়ন্তীর প্রথম দিনে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
এ সময় কাজী নজরুলকে মানবতা, অসাম্প্রদায়িক চেতনার কবি উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, কবি নজরুল দেশ-কাল আর ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষকে স্থান দিয়েছিলেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা ছিল নজরুলের আদর্শ ও মানসিকতার।
‘নজরুল ইসলাম মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা তাঁকে গালাগাল এবং আক্রান্ত করেছেন। তাঁকে কেউ বলেছেন মুসলমানের কবি, কেউ বলেছেন না। এই বিতর্কের অবসান করতেই বঙ্গবন্ধু তাঁকে দেশে এনে জাতীয় কবির মর্যাদা দিয়েছেন’, যোগ করেন কৃষিমন্ত্রী।
জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলেম উদ্দিন, জেলা পুলিশ সুপার মঈনুল হক, সাবেক সংসদ সদস্য আবদুল মতিন সরকার, ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিসুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু জাফর রিপন। নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহিত উল আলম।
এদিকে তিন দিনব্যাপী উৎসবকে ঘিরে দরিরামপুর নজরুল একাডেমি মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বসেছে নজরুলের বইয়ের প্রদর্শনী ও গ্রামীণ মেলা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।