লক্ষ্মীপুর পৌরসভায় পুনর্নির্বাচন দাবি বিএনপির

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে প্রকাশ্যে নৌকায় ভোট, এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া, কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে আসতে বাধা দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
আজ বুধবার দুপুর ৩টায় ভোট চলাকালে শহরের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির মেয়র পদপ্রার্থী রেজাউল করিম লিটন। এ পৌরসভায় সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট চলে।
রেজাউল করিম লিটন সংবাদ সম্মেলনে বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী বহিরাগত লোকজন নিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বাধ্য করেছে। প্রতিটি কেন্দ্রে থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভোটকেন্দ্রে আসতে দেয়নি।’
বিএনপির এ প্রার্থী আরো বলেন, ‘সকালে আমার বাসায় সমানে থাকা নির্বাচন কমিশন অনুমোদিত গাড়ি (মাইক্রোবাস) চালকসহ ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। যার এখনো সন্ধান মেলেনি।’
এসব বিষয়ে প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এমন অনিয়মের নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্য নয়। যে কারণে এ ভোট বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান রেজাউল করিম লিটন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট হারুনুর রশিদ বেপারী প্রমুখ।