বিএনপির মেয়র প্রার্থীর গাড়ি ছিনতাইয়ের অভিযোগ

লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী রেজাউল করিম লিটনের নির্বাচন কমিশন অনুমোদিত গাড়িটি চালকসহ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
আজ বুধবার সকালে রেজাউল করিমের বাসার সামনে এ ঘটনা ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবু অভিযোগ করে বলেন, মেয়র পদপ্রার্থীর জন্য নির্বাচন কমিশন থেকে অনুমোদিত নির্ধারিত মাইক্রোবাসটি বিএনপির মেয়র প্রার্থীর বাসার সামনে অবস্থান করছিল। এ সময় দুর্বৃত্তরা চালকসহ মাইক্রোবাসটি ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. নাসিম মিয়া বলেন, ‘গাড়ি চুরির ঘট্না সঠিক নয়। তবে গাড়ি পাঙ্কচার করেছে বলে শুনেছি।’
এএসপি আরো বলেন, পৌর নির্বাচনে জাল ভোটের অভিযোগ বিভিন্ন কেন্দ্র থেকে আটজনকে আটক করা হয়েছে।
আজ সকাল ৮টা থেকে লক্ষ্মীপুর পৌরসভার ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের। বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে আছেন জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন।