লক্ষ্মীপুরে তাহের না লিটন?

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাচন আগামীকাল, বুধবার। নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন, জেলা নির্বাচন কার্যালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন দুজন। নৌকা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান পৌর মেয়র মো. আবু তাহের এবং ধানের শীষ প্রতীক নিয়ে জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন।
এ দুজনের মধ্যে একজনকে নগরপিতা মনোনয়নের জন্য আগামীকাল ভোট দেবেন পৌরবাসী।
সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৫৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১১ জন। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর পদে ৩ নম্বর ওয়ার্ড থেকে রিয়াজুল হাসান টিপু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০, ১১, ১২ নম্বর ওয়ার্ড থেকে মরিয়ম বেগম মনি এবং ১৩, ১৪, ১৫ নম্বর ওয়ার্ড থেকে রাহিমা বেগম নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. আবু তাহের ১৯৯৮ সালে প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১১ সালে দ্বিতীয়বারের মতো আবারও মেয়র নির্বাচিত হন তিনি।