পুলিশ দেখে পালাল বর, রক্ষা পেল স্কুলছাত্রী

পুলিশের হস্তক্ষেপে অবশেষে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার এক স্কুলছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কেন্দুয়ার চিরাং ইউনিয়নের মনাটিয়া গ্রামের সিরাজ আলীর ছেলে আহাদ মিয়ার (২২) সঙ্গে একই উপজেলার মোজাফ্ফরপুর ইউনিয়নের স্কুল পড়ুয়া এক মেয়ের (১৪) বিয়ের আয়োজন করে পরিবারের লোকজন। গোপন সংবাদের ভিত্তিতে পেমই তদন্ত কেন্দ্রের পুলিশ শনিবার বিয়েবাড়িতে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বর ও তার লোকজন পালিয়ে যায়। এতে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পায় কনে স্কুলছাত্রী।
পেমই তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, কনের বিয়ের বয়স না হওয়ায় বিয়েটি ভেঙে দেওয়া হয়েছে। বর ও তাঁর লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।