বিনা টিকেটে রেল ভ্রমণ, মোহনগঞ্জে ১৮ যাত্রীকে জরিমানা

বিনা টিকেটে রেল ভ্রমণের দায়ে নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ১৮ যাত্রীর কাছ থেকে ছয় হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করেছে স্টেশন কর্তৃপক্ষ।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি শনিবার সকালে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছালে রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি পুলিশের সহায়তায় যাত্রীদের টিকেট চেক করে। এ সময় বিনা টিকেটে রেল ভ্রমণকারী ১৮ যাত্রীকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ ৩৭৫ টাকা করে মোট ছয় হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।