ইউপি নির্বাচনের ৬ষ্ঠ ধাপে প্রতীক বরাদ্দ চলছে

আগামী ৪ জুন ষষ্ঠ এবং শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য নেত্রকোনা সদর উপজেলার ১২টি আসনে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য পদ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে উপজেলার দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এই প্রতীক বরাদ্দ করেন।
কর্মকর্তারা আওয়ামী লীগের নৌকা, বিএনপির ধানের শীষ, জাতীয় পার্টির লাঙ্গল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য বরাদ্দকৃত প্রতীক প্রার্থীদের বুঝিয়ে দেন।
শেষ পর্যায়ের নির্বাচন উপলক্ষে উপজেলা কার্যালয়ের সামনে প্রার্থীদের প্রতীক নিয়ে পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। এদিকে প্রার্থীরাও প্রতীক পেয়ে তাঁদের সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় নেমে পড়েছেন।