দুর্গাপুরে বিএনপি প্রার্থীর মাইক ভাঙচুরের অভিযোগ

নেত্রকোনার দুর্গাপুরে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে বাকলজোরা ইউনিয়নের বিএনপির প্রার্থীর মাইক ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচার চালানোর সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর জব্বার আব্বাসী এ অভিযোগ করেছেন। তিনি বলেন, রিকশায় থাকা মাইকটি ভাঙচুর করেছে প্রতিপক্ষের সমর্থকরা। তারা লিফলেট ও পোস্টারও ছিঁড়ে ফেলেছে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’