ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আগুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : এনটিভি
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট নামের যে বিভাগে পুড়ে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়, তাতে আজ মঙ্গলবার আগুন লাগার ঘটনা ঘটেছে।
তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভজন কুমার সরকার বলেন, একটি শীতলীকরণ যন্ত্রে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের উৎপত্তি। বার্ন ইউনিট ভবনের দ্বিতীয় তলায় দুপুর ১:৪৫ মিনিটে এ ঘটনার সূত্রপাত।
খবর পাওয়া মাত্র চারটি আগুন নেভানোর গাড়ি ঘটনাস্থলে ছুটি গিয়ে মাত্র মিনিটে বিশেকের মধ্যে আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় বলে জানান ভজন কুমার।
আগুন ছড়িয়ে পড়ার পর দ্রুত রোগীদের ভবনের অন্য এক তলায় সরিয়ে নেওয়া হয়েছিল বলে নিশ্চিত করেছেন ভজন কুমার সরকার।