বিদেশি পিস্তল, গুলি, প্রাইভেটকারসহ ৫ জন আটক

ময়মনসিংহ শহরের রামবাবু রোড থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, একটি ম্যাগজিন, একটি প্রাইভেটকারসহ পাঁচজনকে আটক করেছে ময়মনসিংহ র্যাব-১৪। গতকাল রোববার রাত ১২টার দিকে এ অভিযান চালায় র্যাব।
আটকরা হলেন—রাফিউর রহমান খান (৩২), মোতাহার হোসেন মাজেদ (৩৩), মুশফিকুর রহমান (২৯), শহিদুল ইসলাম দীপু (৩১) ও এতওয়ার ইসলাম রুচি রক্সি (৩২)।
তাঁদের মধ্যে রক্সি ময়মনসিংহ পৌরসভার প্যানের মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামের ছেলে বলে র্যাব জানায়। এ ছাড়া আটক অন্যরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাহল আহমেদ নোবেল ও এএসপি শামীম আরা বেগম এ অভিযানে নেতৃত্ব দেন। আটকরা অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেন মেজর সাহল।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা নেত্রকোনা থেকে ময়মনসিংহ শহরে ঢুকে বিভিন্ন পয়েন্টে থেমে থেমে রামবাবু রোড পৌঁছে। একপর্যায়ে গোপনে পিছু ধাওয়াকারী র্যাবের গাড়িটি তাঁদের গাড়িটি ঘেরাও করে ফেলে এবং অস্ত্রসহ পাঁচজনকে আটক করে র্যাব-১৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।