শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূ হত্যার অভিযোগ

নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এক শাশুড়ির বিরুদ্ধে পুত্রবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রুমা আক্তার। তিনি মৌগাতি ইউনিয়নের গর্দি কাঞ্চনপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে রৌহা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আইয়ুব আলী জানান, কয়েক বছর আগে রুমা আক্তারের সঙ্গে রৌহা ইউনিয়নের মহাদেপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আবদুর রহমানের বিয়ে হয়। বিয়ের পর থেকে বউ-শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
নিহত রুমার বাবা সিরাজুল ইসলামের অভিযোগ, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আবদুর রহমান তাঁকে ফোন করে জানান, রুমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তাঁকে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে যান। সেখানে গিয়ে রুমার স্বামী ও তাঁর বাড়ির লোকজনকে খুঁজে পাননি।
সিরাজুল বলেন, রুমাকে শ্বাসরোধে হত্যা করেছে তার শাশুড়ি। এখন তারা বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহনুর এ আলম বলেন, ‘বিষয়টি শুনেছি। ময়নাতদন্ত হলে বোঝা যাবে—এটি হত্যা, নাকি আত্মহত্যা?’