ময়মনসিংহে নির্বাচনোত্তর সহিংসতায় আহত ১০

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ও সদর উপজেলায় পৃথক নির্বাচনী সহিংসতায় নয়জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ও ফুলবাড়ীয়া থানার ওসি রিফাত খান রাজীব এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আজ দুপুরে ময়মনসিংহের চরাঞ্চল বলে পরিচিতি পরানগঞ্জ ইউনিয়নের বীরবওলা গ্রামে হামলার ঘটনা ঘটে। ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে বিএনপি-সমর্থিত প্রার্থী বিজয়ী হন। তাঁর প্রতিপক্ষ জাতীয় পার্টি-সমর্থিত প্রার্থী জমসেদ আলী পরাজিত হন। আজ দুপুরে বীরবওলা গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়ী সদস্য প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালান জমসেদের লোকজন। এ সময় আহত হয় আটজন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিরা হলেন এনামুল, ওমর ফারুক, শাহজাহান, মোকাররম, মনজুরুল, মুকসেদুল, মিয়া হোসেন ও শাহীন। গুরুতর আহত এনামুলকে ঢাকায় পাঠানো হয়েছে।
অন্যদিকে ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্টপুর গ্রামে দুই ইউপি সদস্য পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হন দুজন। এঁরা হলেন মজিবুর রহমান ও মনজুরুল মিয়া।