লক্ষ্মীপুরে আইসিটি ক্যারিয়ার নিয়ে সেমিনার

লক্ষ্মীপুরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ক্যারিয়ার নিয়ে দিনব্যাপী সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘জেলা পরিষদ মিলনায়তনে ক্যারিয়ার টক অন আইসিটি : টুওয়ার্ডস ডিজিটাল বাংলাদেশ’ নামে সেমিনারের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অক্সিজেন’।
আয়োজিত সেমিনার ও কর্মশালার পাশাপাশি আইসিটি অলিম্পিয়াডে অংশ নেয় জেলার বিভিন্ন স্কুল-কলেজের শতাধিক শিক্ষার্থী। আইসিটি অলিম্পিয়াডে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সেমিনারের শুরুতেই ‘রোবোটিকস ও হ্যাকাথন’ বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন তুলে ধরেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রোবোটিকস ক্লাবের সভাপতি ও জাতীয় হ্যাকাথন প্রতিযোগিতা ২০১৬-এর বিজয়ী দলের সদস্য সাদমান আল ফারাবি ও আমিনুল ইসলাম মাহাদী।
ই-কমার্স ব্যবসার ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন ই-কমার্স সাইট স্টোরিয়ার প্রধান নির্বাহী আশফাক রহমান ও প্রধান বিপণন কর্মকর্তা আবদুল্লাহ আল তারিফ।
গ্রাফিক ডিজাইন নিয়ে দৃষ্টিনন্দন প্রেজেন্টেশন উপস্থাপনা করেন বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান এনকেসফটের কর্মী রিওন আহমেদ। আর সাইবার নিরাপত্তা নিয়ে কথা বলেন একই প্রতিষ্ঠানের কাঠামোগত নিরাপত্তা বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রপ্রবাসী অস্টিন মালডেন।
সবশেষে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে পড়াশোনা নিয়ে নানা তথ্য দেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রভাষক সাইফুর রহমান সাইফ। গ্রামীণফোন আই-জিনিয়াস প্রতিযোগিতায় পরপর দুবারের সাদমান রহমান ধ্রুব তার বিজয়ী হওয়ার গল্প বিনিময় করেন শিক্ষার্থীদের সঙ্গে। দিনব্যাপী এই সেমিনারের পৃষ্ঠপোষকতা করে স্টোরিয়া, বিডিসফট ইনকরপোরেশন, ইয়োলোস্টোন এবং ইমপ্যাক্ট পি-আর।