ভোটকেন্দ্রে হার্ট অ্যাটাকে ইউপি সদস্য পদপ্রার্থীর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট সিল মারার ঠিক আগ মুহূর্ত হার্ট অ্যাটাকে এক সদস্য পদপ্রার্থী মারা গেছেন।
আজ শনিবার সকাল ১০টার দিকে হরিকান্দা ভোটকেন্দ্রের ভেতরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, নিহত ইউপি সদস্য পদপ্রার্থীর নাম মতি মিয়া (৪৫)। তিনি ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতর অচেতন হয়ে পড়েন। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরো জানান, অচেতন হয়ে পড়ার পর লোকজন ধরাধরি করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চতুর্থ দফায় জেলার বারহাট্রা ও কলমাকান্দা উপজেলার ১৫টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হওয়া ভোটেকেন্দ্রে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।
দুটি উপজেলায় ৬৩ জন চেয়ারম্যান পদে,১৭৭ জন সংরক্ষিত মহিলা সদস্য পদে এবং সাধারণ সদস্য পদে ৫৪৯ জন প্রার্থী লড়াই করছেন। তিন লাখ চার হাজার ৮১২ জন ভোটার দুই উপজেলায় তাঁদের প্রতিনিধি নির্বাচিত করবেন।