নেত্রকোনায় ইউপি চেয়ারম্যানদের শপথ

নেত্রকোনায় প্রথম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাওর উপজেলা খালিয়াজুরির ছয়জন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের হল রুম মিলনায়তনে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান।
শপথগ্রহণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল মতিন, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমীন, খালিয়াজুরি উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুজ্জামান সোয়েব, খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাউদ্দিন, সাংবাদিক, আইনজীবীসহ গণ্যমান্য ব্যক্তিরা।
গত ২২ মার্চ খালিয়াজুরি উপজেলার ছয়টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে খালিয়াজুরি সদর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. ছানোয়ারুজ্জামান জোসেফ, নগর ইউনিয়নে আওয়ামী লীগের হরিধন সরকার, কৃঞ্চপুর ইউনিয়নে মো. নাজিম উদ্দিন সরকার, মেন্দিপুর ইউনিয়নে মো. লোকমান হেকিম, চাকুয়া ইউনিয়নে আবুল কালাম আজাদ, গাজীপুর ইউনিয়নে আতাউর রহমান বিজয়ী হন।