ঈশ্বরগঞ্জে নির্বাচনী সহিংসতায় হত্যার প্রতিবাদে অবরোধ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নিহত মজিবুর রহমানের খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সড়ক অবরোধ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সোহাগী বাজারে এ কর্মসূচি পালিত হয়। নিহত মজিবুর রহমান সোহাগী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাবিবুর রহমানের বড় ভাই।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এ সময় বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরে আসার প্রধান সড়কে অবরোধ সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা দেয়।
মানববন্ধনে বক্তব্য দেন সোহাগী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি মো. আবদুল মোতালেব, ইউনিয়ন কৃষকলীগ সভাপতি আবুল কালাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাছির উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি নূরে আলম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন প্রমুখ।
গত ১৮ এপ্রিল বিকেলে সোহাগী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান এবং জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী কাদির আহম্মেদ ভুঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মজিবুব রহমান গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। ২৬ দিন পর মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান। ওই দিনের হামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল, কনস্টেবল সুমন ও আজিজ, সমর্থক আবদুল মান্নান, শাহীন প্রমুখ আহত হন।