নেত্রকোনায় ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে গৃহবধূর মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নে প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
নিহত শ্যামা বেগম (৫৫) একই ইউনিয়নের লেপসিয়া বাজারের লঞ্চঘাট এলাকার মৃত জালো মিয়ার স্ত্রী।
আটক ব্যক্তিরা হলেন শ্যামা বেগমের প্রতিবেশী ইছমত আরা, তাঁর বাবা মঞ্জুর আলী, ভাই আনোয়ার হোসেন ও স্বামী বাবুল মিয়া।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় প্রতিবেশী বাবুল মিয়া ও তাঁর স্ত্রী ইছমত আরার মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে তাঁদের ঝগড়া মারামারিতে রূপ নেয়। বিষয়টি টের পেয়ে তাঁদের ঝগড়া থামাতে এগিয়ে যান শ্যামা বেগম। এ সময় তাঁদের হাতে থাকা দায়ের কোপে আহত হন তিনি। আহত অবস্থায় উদ্ধার করে শ্যামাকে প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এর পর অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা শ্যামাকে মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, এ ঘটনায় ইছমত আরা তাঁর বাবা, ভাই ও স্বামীকে আটক করা হয়েছে।
নেত্রকোনা জেলা পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।