সরকারের সাফল্য ও অর্জন নিয়ে ‘প্রেস ব্রিফিং’

নেত্রকোনায় সরকারের সাফল্যসহ বিভিন্ন বিষয় জানাতে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে জেলা তথ্য কার্যালয়।
সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সংক্রান্ত বিষয় নেত্রকোনার সাংবাদিকদের অবহিত করেছে জেলা তথ্য কার্যালয়। এ উপলক্ষে আজ বুধবার জেলা তথ্য কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করে নেত্রকোনা জেলা তথ্য কার্যালয়।
সংবাদ ব্রিফিংয়ে সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন নিয়ে কথা বলেন জেলা তথ্য কর্মকর্তা মো. মুখলেছুর রহমান। তিনি বর্তমান সরকারের বিভিন্ন অর্জন ও উন্নয়ন বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। একইসঙ্গে বিষয়গুলোর সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেন।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকরা নিজেদের মত প্রকাশ করেন। এ সময় বক্তব্য দেন সাংবাদিক আল আজাদ, শ্যামলেন্দু পাল, হায়দার জাহান চৌধুরী, ভজন দাস, সঞ্জয় সরকার, কামাল হোসেন, আনিসুর রহমান প্রমুখ।