নেত্রকোনায় মন্দির থেকে তিন মূর্তি চুরি

নেত্রকোনা শহরের পাটপট্টি শিবমন্দির থেকে পাথরের শিবলিঙ্গসহ তিনটি মূর্তি চুরি হয়েছে।
আজ বুধবার সকালে চুরির ঘটনাটি জানতে পারে মন্দিরের লোকজন।
পুলিশের ধারণা, গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় এ চুরি ঘটনা ঘটে। জেলা পূজা উদযাপন পরিষদের নেতা, জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জানান, সকাল সাড়ে ৮টার দিকে পুরোহিত গোপাল চন্দ্র বীন মন্দিরে গিয়ে দেখতে পান তালা ভেঙে পাথরের শিবলিঙ্গ ছাড়াও আরো দুটি মূর্তি নিয়ে গেছে চোরেরা। চুরি যাওয়া তিনটি মূর্তির ওজন হবে প্রায় ২২ কেজি। তবে মূর্তিগুলো কষ্টি পাথরের নয়।
ওসি আরো জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কাজ চলছে। ঘটনাস্থল থেকে হাতের ছাপসহ অন্যান্য আলামত সংগ্রহে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। মূর্তিগুলো উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান ওসি।