ঝড়ে মেঘনায় ৩ নৌকাডুবি, প্রাণ গেল শিশুর

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে গতকাল রোববার দিবাগত রাতে ঝড়ে তিনটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় মো. আরশাদ নামের দুই বছরের এক শিশু নদীতে ডুবে মারা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৭টার দিকে পাটারীরহাট এলাকায় মেঘনা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। শিশু আরশাদ মানতা সম্প্রদায়ের জেলে শাহ আলমের ছেলে। শিশুটির পরিবার নদীতে নৌকায় বসবাস করে মাছ শিকার করত।
পাটারীরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি এমরান হোসেন মঞ্জুর জানান, শিশুর বাবা শাহ আলম স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে নৌকায় থাকতেন। নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। রাতে ঝড়ের সময় তাঁদের নৌকাটি উল্টে যায়। এতে নদীতে পড়ে যান সবাই। এ সময় আশপাশে থাকা নৌকার জেলেদের সহযোগিতায় সাতজন নদী থেকে বেঁচে উঠতে পারেন। তবে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঝড়ে ডুবে যাওয়া আরো দুটি নৌকা রাত ১১টার দিকে উদ্ধার করা হয় বলে স্থানীয় কয়েকজন জানান। তাঁরা জানান, ওই দুই নৌকার জেলেদের একটি ট্রলার এসে উদ্ধার করে। তবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।
পাটারীরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম রাশেদ বিল্লা আলমগীর বলেন, ‘নৌকাডুবিতে শিশুর মৃত্যুর কথা শুনেছি।’
তবে এ বিষয়ে থানা পুলিশের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।