যশোর বিভাগ বাস্তবায়নের দাবি

বৃহত্তর যশোরের নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরকে নিয়ে পৃথক প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে যশোর বিভাগ আন্দোলন পরিষদ। এ দাবিতে আজ শনিবার সন্ধ্যায় যশোরের আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন যশোর বিভাগ আন্দোলন পরিষদের আহ্বায়ক এনামুল হক।
সভায় বক্তারা বলেন, সকল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন এবং বিভিন্ন পেশাজীবীর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যশোরকে বিভাগ করতে হবে। ওই সভায় আগামী ১০ মে সকাল ১০টায় যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় আরো সিদ্ধান্ত হয়, জেলার বিভিন্ন স্থানে উপকমিটি তৈরি করে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, সাবেক সংসদ সদস্য মঈনুদ্দীন মিয়াজী, যশোর আইনজীবী সমিতির সেক্রেটারি এম এ গফুর, ড. মোস্তাফিজুর রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুল জামান পিকুল, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ফকরে আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সেক্রেটারি সানোয়ার আলম খান দুলু, শিক্ষা বোর্ডের সাবেক উপসচিব আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার মাজাহারুল ইসলাম মন্টু, মাস্টার নুর জালাল, খুলনা বিভাগীয় জুয়েলারি মালিক সমিতির সভাপতি সঞ্জয় চৌধুরী, আবদুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোবাশ্বের হোসেন বাবু, জাতীয় ছাত্রসমাজের জেলা সভাপতি সালাউদ্দীন আহম্মেদ, যশোর ইনফো-এর সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যশোর বিভাগ আন্দোলন পরিষদের যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশীদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন যশোর ইনফো-এর জেলা কমিটির সভাপতি ও যশোর বিভাগ আন্দোলনের সদস্য সচিব হাবিবুর রহমান খান।