চোরের উপদ্রবের প্রতিবাদে মানববন্ধন

চোরের উপদ্রব ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আজ শনিবার জেলা শহরের মোক্তারপাড়ায় মানববন্ধন করে নেত্রকোনার সচেতন নাগরিক সমাজ। ছবি : এনটিভি
চোরের উপদ্রব ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে নেত্রকোনার সচেতন নাগরিক সমাজ।
আজ শনিবার দুপুরে জেলা শহরের পৌরসভার সামনের সড়কে মোক্তারপাড়ায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগী উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান খান, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ ইমরান, কবি এনামুল হক পলাশ, তানভির জাহান চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা চোরের উপদ্রব থেকে রক্ষায় পুলিশকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সম্প্রতি নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন স্থানে দরজার তালা ভেঙে ও গ্রিল কেটে চুরির ঘটনা বেড়েছে। জেলা শহরে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে।