নেত্রকোনায় সরকারি জমি দখল, দুজন কারাগারে

জাল দলিল করে সরকারি জমি দখল করার অভিযোগে ভিন্ন ভিন্ন মামলায় নেত্রকোনায় দুজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. হজরত আলী ফকির ও মো. মজিবুর রহমান।
ময়মনসিংহ দুদক কার্যালয়ের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে জাল দলিল করে সরকারি সম্পত্তি দখলের অভিযোগে মামলা রয়েছে। আজ বুধবার দুপুরে নেত্রকোনা পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে মো. হজরত আলী ফকির ও সদর উপজেলার বাকলজোড়া গ্রাম থেকে মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করা হলে আদালত দুজকেই জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।