ময়মনসিংহে ‘জেএমবি সদস্য’ গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোড়বাড়িয়া থেকে আবদুল জিহাদ মিলন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা।
পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, মিলন জেএমবি সদস্য। এতদিন তিনি পলাতক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যা পৌনে ৬টায় র্যা বের একটি টিম ওই গ্রামে অভিযান চালিয়ে মিলনকে আটক করে। তিনি ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় জেলা ডিবির এসআই মফিজুল ইসলামের দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য (মামলা নম্বর ৬৩, তাং ১৩.০৪.১৬) মামলার ১৪ নম্বর আসামি।
এর আগে গত ১৩ এপ্রিল ভোরে জেলা গোয়েন্দা পুলিশের এক অভিযানে ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাউলাটি গ্রাম থেকে দাপুনিয়া ইউনিয়নের মেম্বর বিল্লাল হোসেন (৪৩), তার ভাই আলমগীর হোসেন (২২) ও জাহাঙ্গীর হোসেন (২৪) এবং হাছান আলীকে (২২) গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে তাঁরা মিলনের নাম জানান, ওই এজাহারে মিলনের নাম ১৪ নম্বরে।