‘কড়ই-কাদিপুর গণহত্যা দিবস’আজ

আজ ২৬ এপ্রিল। জয়পুরহাটের কড়ই-কাদিপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে জয়পুরহাট জেলা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে হিন্দু অধ্যুষিত কড়ই ও কাদিপুর গ্রাম দুটিতে পাকিস্তানি হানাদার বাহিনী মধ্যযুগীয় কায়দায় এক ঘণ্টায় ৩৭১ জন নিরীহ হিন্দুকে নৃশংসভাবে হত্যা করেছিল। লুটপাট করা হয়েছিল তাদের টাকা-পয়সা, ধন-সম্পদ। দখল করা হয়েছিল জায়গা-জমি ও বসতবাড়ি।
প্রতিবছরের মতো এবারও ‘কড়ই-কাদিপুর গণহত্যা’ দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকার নটর ডেম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ম. নূরন্নবীর নেতৃত্বাধীন জয়পুরহাটের সগুনা গোপীনাথপুরের (সৃজনীনগর) মৌলবাদবিরোধী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘সৃজনী’ বিভিন্ন কর্মসূচি নেয়। এর মধ্যে ছিল শহীদ পরিবারের সদস্যদের অংশগ্রহণে শোকর্যালি, বধ্যভূমির স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও স্মরণসভা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার মানুষ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।