কেন্দুয়ায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা, গুলি

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ছোটাছুটি করতে গিয়ে আহত হয়েছেন ১০ জন।
আজ শনিবার তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট শেষে উপজেলার মোজাফফপুর ইউনিয়নের পাঁচ হারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ভোট গণনার আগে একদল দুর্বৃত্ত ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় পুলিশ ১০টি শটগানের ফাঁকা গুলি ছোড়ে।