ভৈরবে পাল্টাপাল্টি কর্মসূচিতে শরীফুল আলমের সংবর্ধনা ভণ্ডুল

কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় বিএনপির বিবদমান দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বিএনপির কেন্দ্রীয় নেতা শরীফুল আলমের জন্য আয়োজিত সংবর্ধনা সভা ভণ্ডুল হয়ে গেছে।
আগামীকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদসংলগ্ন হাজি ফুলমিয়া পাদুকা মার্কেটের সামনে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ভৈরব উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে। আইনশৃঙ্খলার অবনতি এবং জনগণের জানমালের বিঘ্ন ঘটার আশঙ্কায় স্থানীয় উপজেলা প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করে। উভয় পক্ষকে কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশনা দিয়ে আজ শুক্রবার রাত ১০টার দিকে শহরে মাইকিং বের করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভৈরব-কুলিয়ারচর সংসদীয় এলাকার বিএনপি দলীয় মো. শরীফুল আলম সদ্য ঘোষিত বিএনপির কমিটিতে ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপি। এ জন্য কিছুদিন ধরে ভৈরবে ব্যাপক প্রচার চালানো হয়। অনুমতি এবং অবগতির জন্য আবেদন করা হয় স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে।
এদিকে স্থানীয় বিএনপির বিবদমান অপর পক্ষে কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি মো. সাদেক হোসেন একই দিন একই স্থানে মে দিবসের কর্মসূচি পালনের জন্য অনুমতি চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন উভয় পক্ষকে আগামীকালের কর্মসূচি পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরবের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই্উএনও) দিলরুবা আহমেদ এনটিভি অনলাইনকে জানান, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী মাসের ৭ তারিখ ভৈরবের সাতটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে ওই দুটি পক্ষ একই স্থানে কর্মসূচি পালনের অনুমতি চেয়েছে। নির্বাচনী কর্মকাণ্ডসহ জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটার আশঙ্কায় তাদের কর্মসূচি পালন থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে।
দলীয় নেতার সংবর্ধনা ভণ্ডুল হওয়ায় ক্ষোভ জানিয়ে ভৈরব পৌর বিএনপির সভাপতি ও ভৈরব পৌরসভার সাবেক মেয়র হাজি মো. শাহীন এনটিভি অনলাইনকে জানান, শরীফুল আলমের সংবর্ধনাকে কেন্দ্র করে আগামীকাল ভৈরবে বিএনপি বিরাট গণসমাবেশ হতো। এটা আঁচ করতে পেরেই ক্ষমতাসীনরা সেটি ভণ্ডুল করার কাজে উঠেপড়ে লেগে যায়। এর অংশ হিসেবে তাদের ‘বি-টিম’ হিসেবে পরিচিত একটি কুচক্রী মহলকে লেলিয়ে দিয়ে প্রশাসনের সহায়তায় তা বানচাল করে।
এদিকে সাদেক হোসেন জানান, বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে শরীফুল আলমের পকেটের লোকদের নিয়ে গঠিত ‘পকেট বিএনপিকে’ ভৈরবে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।