বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের মৃত্যুবার্ষিকী পালিত

বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ। ছবি : সংগৃহীত
ফরিদপুরে মুন্সী আবদুর রউফের সংগ্রহশালার অনেকটাই নীরবে পালিত হলো জাতির বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের ৪৫তম মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের সংগ্রহশালার মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া, মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুর নাহার, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম ইরান, মধুখালী ইউনিয়নের কমান্ডার বদরুল মুনির মিল্টন প্রমুখ।
পরে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।