জয়পুরহাটে গম সংগ্রহ অভিযান শুরু

জয়পুরহাটের পাঁচবিবিতে অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।
ওই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল ফারুক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৌহিদুল ইসলাম। সরকার নির্ধারিত প্রতি কেজি ২৮ টাকা দরে এবার পাঁচবিবি উপজেলায় গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৫৪৭ টন। আগামী ৩১ মে গম সংগ্রহের শেষ সময় (তারিখ) নির্ধারণ করে দেওয়া হয়েছে।