বিএনপির আনন্দে পুলিশের বাধা

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ঢাকা ও ফরিদপুর বিভাগের দায়িত্বে বৃহত্তর ফরিদপুরের তিন নেতা সহসাংগঠনিক পদ পাওয়ায় শহরে আনন্দ মিছিল বের হলে তা পুলিশের বাধায় পণ্ড হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ প্রমুখ।
বক্তারা ঢাকা ও ফরিদপুর বিভাগের দায়িত্বে বৃহত্তর ফরিদপুরের তিন নেতা সহসাংগঠনিক পদ দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে আনন্দ মিছিল নিয়ে জনতা ব্যাংক মোড়ের দিকে রওনা হলে শহরের আরোগ্য সদনের সামনে পুলিশের বাধার মুখে পড়ে।
এ সময় নেতাকর্মীরা রাস্তার ওপর বসে পড়লে সেখান থেকে তাদের উঠিয়ে দিয়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ঢাকা ও ফরিদপুর বিভাগের দায়িত্বে বৃহত্তর ফরিদপুরের তিন নেতা সহসাংগঠনিক পদ পেয়েছেন। এঁরা হলেন ঢাকা বিভাগের দায়িত্বে শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর বিভাগে আলী নেওয়াজ খৈয়াম ও সেলিমুজ্জামান সেলিম।